কেবলমাত্র রাত্রি পোড়া দুঃখ গুলো থাকুক
চোখের পাতার তন্দ্রাটুকু নোনা জলে ভাসুক
শব্দ সে আজ অনন্তরূপ জলের মতোই একা
নিজের বুকে যেমন শোকে নিজের ছবি আঁকা
এ মৃত্তিকা আকাশ বুকে কেমন লজ্জাহীন
স্মৃতির জীবন পুড়োয় আবার নিঃসঙ্গ রঙ্গীন
যে যার মতোন ভালো থাকুক যে তার মতো সুখী
সে তার মতোন ভাঙতে থাকুক আলো— ছায়া মুখী
যে যার যেমন ইচ্ছে থাকুক হৃদে-হৃদয় খুলে
হাওয়ার দোলায় স্পর্শ নাচুক অতীত কোন ভুলে
পাহাড়পোড়া যাপনপর্বে এমন লেখাজোখা
মৌনতা খুব উল্লিসত মগজ-মধ্যে একা