অনন্ত এ এক যাপিত রূপকথা —দূর অতীতের মায়ায়
ধাবমান প্রহরের অভিনয় জেনেছে সময়,
করুণরঙা দিন।সেও গিয়েছে চুপচাপ বিপন্ন বিস্ময়ে!
অমলিন রোদ্দুর ফিকে হয়ে আসে
আসে গর্বিত আলো-আঁধারের মায়া ষড়ৈশ্বর্য রূপে
পথের সবুজে সবুজে লেপ্টে আছে কালো তীরন্দাজ
অতীত নিঙড়ে দিয়েছে আহ্বান সবটুকু
মায়াময় এই প্রাণ তবু অতীত ভুলেছে কী?
কিংবা সবুজের সুর ভালোবাসা হয় কখনো কখনো...
কোথাও জেগে থাকে প্রাণান্ত চিহ্ন -প্রাচীণ!
সে ঘুম নিত্য আকাশ সরোবরে মায়া এঁকেছে কবেই
ধূসর দূরত্ব তার অনন্ত অক্ষত হৃদয়ে জাগে
সেখানে মুছেছে আয়োজন সকরুণ।
আমাদের রাঙা ভোর ক্ষয়েছে ঐ শোকে,
তবুও তো কথা থেকে যায়, দূরত্ব বাড়ায় পথ,বোধের অঙ্কুর।