পরাজিত নোঙরের নামে নেমে যাই হাওয়াডাঙার পথে-এই দ্যাখো
আলোহীন পায়রা ডানা কিংবা শান্তির গান তোমাদের ভোরে নেচে যায় একা
দোয়েল কিংবা শালিক গৌরবে যে এঁকে যাবে লাল লাল ঘুড়ির গল্প;
আরক্তিম কণ্ঠোচ্চারিত
অ আ ক খ...
তারও ঢের বেশি শোক লেপ্টে থাকে পতাকা জুড়ে লাল-সবুজের নামে
সেই কবে ভালোবাসার নামে তোমার অতলে দিয়েছি আজন্ম সাঁতার
ভৈরবীর আলোকোজ্জ্বল ভোরের গান লিখে যেতে যেতে কতবার ডুবে গেছি ভুল জলে
আয়োজনের তিরোধান লীলা শেষে নেমেছি বর্ণমালার প্রেমে একাকী নিশ্চুপ
মহাকাল চিনে গেছে সবটুকু তার
তুমি সতত অনশ্বর জীবনবার্তা লিখে যাও প্রশ্বাসে প্রশ্বাসে
আমার উঠোনে একুশের ভোরে হও উচ্চারিত চিৎকার
চোখের কার্ণিশে লেগে থাকা ঊনিশ শ’ বায়ান্নের কৃষ্ণচূড়া; বরকত,সালাম...
রক্তে ভেজা চিঠির সুবাস লেগে থাকে মানচিত্রে,জলে,হাওয়ায়
এই সব সুর জেগে থাকে নির্বিবাদ সংসারে
পোস্টারে ফেস্টুনে লেগে থাকা নাগরিক বিজ্ঞাপনে আধুনিকতার পোশাকি সংস্কৃতি
তবু সমুজ্জ্বল তুমি চেতনার আলপনায়,কলম-কাগজের প্রগাঢ় দুঃসময়ে
পরাজিত নোঙরের নামে নেমে যাই হাওয়াডাঙার পথে
দ্যাখো এঁকে যাই শহিদ মিনার করুণ সুন্দর পাঁজরের ক্যানভাসে।