বিলাসিতার রাজ্যের রাজা ছিলাম,

যখনই আঠারো বছরের ঘন্ডি পার হলাম,

যখন অর্থহীনতা কি ভয়ংকর তাঁর শিক্ষা পেলাম,

তখনি বুঝতে পারলাম,

অনেক গুলা বছর কেটে যাবে, তবে তোমার সাথে আর দেখা বা কথা হবে না।