সন্ধ্যের হলদে আভা কেটে যাওয়ার পর
হতাশাগুলো তাজা হয়ে উঠে
রক্তজবার ন্যয় প্রতিসম সাজে।

অনুজ্ঞাপীড়িত জীবনের লাগাম
টানতে থাকে কিছু বিতৃষ্ণ প্রাণী,

কিছু বিটপী নেতিয়ে থেকেও
জেগে উঠতে চায়
অজ্ঞাত পুষ্পের মায়ায়।

শেষাব্দি শেষ হয় সব এর,

তবু থমকে থাকে না
এই জীবনানন্দ , এই মরণ, এই যন্ত্রণা।