আমাদের ইচ্ছের বয়স হয়েছে অনেক
প্রতিদিন শুল্কের বৃদ্ধিতে বুঝি তাই,
আকাশ লাগ পাওয়া হয় না আর আমাদের
ভাঙা বাইনোকুলারে তবু পুষে যেতে চায়
আমাদের ইচ্ছে।

আমাদের ইচ্ছে প্রশস্ত হতে চায়
মেরুভেদে চৌচিরে।

কত নদী  শুকিয়েও তবু চায়
ফিরতে চেনা সুরে ,
আর বক্রতায় হেঁটে যায় আমাদের ইচ্ছে।

হারিকেনের সলতেটা গুটিয়ে
নিয়নের আলোটা মেখে নেয়,
জোনাকির পথটাও মাড়াতে চায় সকাশে
আমাদের ইচ্ছে।

এসবের আওতাধীন শেষমেষ
জমে থাকে কত অনিচ্ছা!
রাখা হয় না তার হিসেবটা  ঠিকঠাক
আমাদের ইচ্ছের বিলাসে।