এসো মৃদু আলোয়
               গল্প করার ছলে,
এসো ছাদের মাথায়
               রোদের ঝিমুনি হলে।

এসো রাস্তাগুলোয়
           ধূলির দাপট গেলে,
এসো কৃষাণের
           ফেরার সময় হলে।

এসো ধানক্ষেতে
           হুল্লড়ের দোর খুলে,
এসো মেঘেদের
          বার্তা দেওয়ার ছলে।

এসো সন্ধ্যা নামার
           ঠিক একটু আগে,
ঘুড়ির মাথা সব
           আকাশে গিয়ে লাগে।

এসো কোনো এক
          বিষন্ন অবসরে,
এসো কোনো এক
         স্বচ্ছ অপরাহ্নে।