রাত জমে গেছে বিভাজনে, কে কারে পুড়ায়,
কে কেন পুড়ে ব্যর্থতার আগুনে,
কে জানে, কে রাখে হিসাব!

নৈসর্গের খোঁজে পথ ভুলে যাই  কখনও ,
কখনও বা শৈল্পিক তর্কে ভারী করি নগরের ভারসাম্যহীনতা।

এভাবেই চলছে, এভাবেই ক্লান্ত হচ্ছে পঞ্চশতবর্ষী বুড়ো পৃথিবী, ক্লান্তির অবসান হবে কখন, কে বলতে পারে!

তবু হয় চিরন্তন প্রভাত, কাক ডাকা ভোর,খবরের কাগজে একঘেয়ে বিচ্ছিরি সংবাদ, বেদনাগ্রস্ত কর্ণ, মেঘমল্লার সংগীত, মানুষে-অমানুষে যুদ্ধের ডামাডোল, তর্ক, তর্ক, তর্ক, ক্লান্তি, ক্লান্তি, ক্লান্তি, অক্লান্ত ক্লান্তি.....