সময়ের স্রোতে ভেসে যায় মানুষ, নিদাঘ, মেঘ, রেললাইন, ধানখেত,
প্রতি মুহূর্তেই কানে আসে কত কথা, শুনি কতশত অশনিসংকেত!
শোনা যায় কত লাশের ক্ষোভ জমে থাকে অন্ধকারে,
হৃদযন্ত্রে হয় পোস্টমর্টেম কিছু সংঘাত-বেদনায়-চৌচিরে।
দ্বান্দ্বিক মানুষ, মনস্তাত্ত্বিক চাপ, আলোর গতিতে বৃদ্ধি দূরত্বের,
অযান্ত্রিক হতে চেয়ে কত বেহায়া নর আত্মশুদ্ধি চায় নিজের।
ধাপে ধাপে শাপে শাপে বর্ধিত এক সংক্রামক পরচর্চার পৃথিবীর ,
তবু অজান্তেই যেন খুঁজে যাই এক মানুষের আবাস, সবুজ সুখের নীড়।