মানুষ যতই আলাদা হোক,
ইন্ডিভিজ্যুয়ালি মত পার্থক্য,
বোধের পার্থক্য যতই হোক,
যতই হোক বিতর্কের হুল্লোড়,
প্রত্যেকটা মানুষের মাঝে
এক অস্বাভাবিক মিল আছে।
কোনো না কোনো কারণে প্রত্যেকটা মানুষ
নিজেকে খুব একা ভাবে,
বিচ্ছিন্ন ভাবে, নিঃসঙ্গ ভাবে।

এই একাকীত্ব আবার অদ্ভুত অদ্ভুত রঙে রঙিন।

কেউ বৃহৎ তাচ্ছিল্য সহ্য করে একা,
কেউ আপন ঠিকানার খোঁজ করতে করতে একা, কেউ উপযুক্ত শব্দের অভাবে প্রহর গুনতে গুনতে একা।
কেউ একটা কিছু প্রকাশ করার তীব্রতা নিয়ে ভীষণ তৃষ্ণার্ত হয়ে একা,
কেউ রাজনৈতিক মাঠে বাকপটু না হতে পারায় একা, কেউ মনমত সান্নিধ্য লাভের অভাবে একা,
কেউ দুনিয়ার মায়া কাটাতে গিয়ে একা,
আবার কেউ নিজেকে প্রমাণ করতে গিয়ে প্রচন্ড রকমের একা হয়ে পড়ে।

সব মিলিয়ে বলাই বাহুল্য,
আমাদের আধুনিক যুগে, সভ্যতার অগ্রগতির সমানুপাতিক হারে ক্রমবর্ধমান মানুষের যে অতি আপন শব্দ, তা হলো  'একা, বিচ্ছিন্ন কিংবা নিঃসঙ্গ'