মানুষ হাঁটে আর দেখে মানুষের খুঁত
যেন হয়ে যায় এক চোখা ভূত,
পায় না অশেষ সুখের নাগাল
মানুষ ই চালে অদ্ভুতুড়ে চাল।

ভালোবাসা কোন সে দূরে নিখোঁজ!
পিষে মরছে মনুষ্যত্ব রোজ,
কেউ মনে রাখে বেজায় হিংসের ঝুড়ি
অজ্ঞাত পথে দেয় হামাগুড়ি।

ছোটে, ছোটে, ছোটে, ভাবে না কখন ছুটি,
ছুটি হয়ে গেলে থেমে যায় ছোটাছুটি।