চুরি আছে নানাবিধ, কে না জানে বলুন,
টাকা চুরি, পয়সা চুরি, ধন-মন, সম্পদ চুরি,
এ আর এমন কী!
আরো কত চুরি আছে, চুরির কি শেষ আছে?
সাধ চুরি, আহ্লাদ চুরি, ভালোবাসা, সুখ চুরি, আকাশের নীল চুরি, মেঘ চুরি, কত ঘুমের রাত চুরি, সাহিত্যে লেখা চুরি, জ্ঞান, ধ্যান, কথা চুরি, মানুষ থেকে মানুষ চুরি,
চোখের মায়া, রাগ চুরি, আমাদের শৈশব,বিদ্যাবুদ্ধি, যৌবন চুরি।
চুরি হয়ে গেছে শুদ্ধতা, সম্প্রীতি, চুরি হয়ে গেছে ভালোবাসা, চুরি হয়ে গেছি আমি, তুমি, তারা,
যারা ভালোবেসেছিল মানুষের ভেতরে মানুষের বিশালতা।