আমরা চাই সুখ
যাচ্ছেতাই হোক, সুখ পেতে মরিয়া আমরা,
আমরা চাই সুখ, বীভৎস রকমের সুখ।

আমাদের অধরে অঝোরে ঝরে ক্লান্তি
যারপরনাই কেবল হাতড়ে মরি,
আমাদের চিত্তের প্রশস্ত রাস্তা পুড়ি,
খুঁজে যাই সোনালী সুখ, মেঘের মত বাষ্পীভূত সুখ।

বিদীর্ণ পথের কোণে হঠাৎ  থেমে যাওয়া অবলিলায় আমাদের
আবিষ্কার চাই সুখের কেন্দ্রের,
অভ্রসম বিষাদ গায়ে মেখে নিই
তৈরি করি কত বৈরিতার বেড়ি!

তবু কি সুখ মেলে?
হাসি কি শেষে?
অথচ ভাবনায় সুখ কত সরল!
কত নিবিড়! আপনার মাঝে।