আমার সাধের বাগিচায় আজ
ফুটেনা আর গোলাপ,
হয়না পাখির কিচিরমিচির
হয়না পাখির আলাপ।

প্রজাপতি উড়েনা আর
করেছে সে মানা,
মধুর সুরের কোকিল পাখি
আর মেলেনা ডানা।

রোজ যেখানে রাখাল ছেলে
বাজাতো সে বাঁশি,
আর শুনিনা সেই সুরটা
মুখে নেই তার হাসি।

কুশিয়ারার সুজন মাঝি
আর সে নৌকা বায়না,
জেলের ছেলেরা মাছ ধরতে
আর সেই গানটা  গায়না।

জ্যোৎস্না ভরা চাঁদ দেখিনা
জোনাক দেয়না আলো,
নদীর তীরে থাকতে বসে
আর লাগেনা ভালো।

মায়া দিঘির রাজহংসীরা
আর নামেনা জলে,
সবকিছু যে এলোমেলো
তুমি আজ নেই বলে।