নদীর কুলে পথ হারিয়ে
চলছে ইচ্ছে মতো।
তীর ছাড়িয়ে নাও সাজিয়ে
বুকে আশা শত।

ছোট্ট নায়ে ময়ূরপঙ্খি
আঁকবে কোনো বেলা
রাক্ষসী এক ঢেউ এসে সব
সাঙ্গ করলো খেলা।

জমানো সব রং তুলি তার
ভেসে গেলো নীরে।
ছবি আঁকা আর হলো না
রং এলোনা ফিরে।

ঢেউকে তো আর যায় না ধরা,
কপালে তার লেখা।
ধাক্কা মারে সবার নায়ে
সবাই তখন একা।

যায়না তারে ফিরানো ভাই
সবার নায়ে লাগে।
সময় হলে আসবে যে সে
ইচ্ছে যখন জাগে।