সুখ পাখি তুই কোথায় গেলি
বারে বারে ডাকি,
মাথার ঘাম সব পাতায় ফেলি
তবুও দিস ফাঁকি।
জীবন যুদ্ধে সবাই ব্যস্ত
পেতে সবাই তোকে,
দেখার আগে হয় যে অস্ত
যায়না দেখা চোখে।
কত লোকে হারায় জীবন
কেউবা হারায় শক্তি,
তোর লাগিয়া নষ্ট ভুবন
করে সবাই ভক্তি।
তোর লাগিয়া কত লোকে
ছাড়িয়া দেয় ধর্ম,
কেহ ভাবে থাকবে সুখে
করে হারাম কর্ম।
আসলে তোর নাই ঠিকানা
যায়না তোকে ছোঁয়া,
হয়না পুরন মন বাসনা
সবই কালো ধোঁয়া।