ধ্যানের অভাব জ্ঞানের অভাব
অভাব মনুষ্যত্বের,
মুখোশদারীর এই জগতে
অভাব সঠিক মতের।

ধনের অভাব মনের অভাব
কারো অভাব ভাতের,
অবহেলার এই সমাজে
কারো অভাব জাতের।

গাড়ির অভাব বাড়ির অভাব
কারো অভাব সাথীর,
গরিব হলে এই সমাজে
কেউ করেনা খাতির।

শানের অভাব মানের অভাব
অভাব শরম-লাজের,
অলসতার এই সমাজে
কারো অভাব কাজের।