সাধের পাখি উড়াল দিয়ে হারালো কোন বনে? আসার সময় হয়ে গেলো, আসবে সে কোন ক্ষণে?
নাকি নীড় ভুলেছে পাখি? ভাবে মালি বসে,
জগৎ জুড়ে এই পাখিটা পাবেনা দর কষে।
ইচ্ছে পাখি নাম ছিলো তার দাম ছিলো ভাই ছড়া, দরদ ভুলে গেলো পাখি দিলোনা আর ধরা।
আশায় থাকে মালি আজো আসবে পাখি ফিরে, ইচ্ছে পাখি হঠাৎ এসে জ্বলবে আলো নীড়ে।
মালির বাগে পাঁচ মাস আগে দুলতো ফুলে ফুলে নেই তো আর তার মনে কিছুই পাখি গেছে ভুলে।