হাত চুলকালে টাকা আসে
চোখ চুলকালে কষ্ট,
ভাঙা আয়নায় তাকালে ভাই
মুখটা হবে নষ্ট।
টিকটিকি কয় সত্য কথা
ব্যাঙ ডাকলে হয় বৃষ্টি,
বিসমিল্লাতে ওষুধ খেলে
হবে রোগের সৃষ্টি।
ডিম খেয়ে পরিক্ষায় গেলে
কেমনে পাস করবে?
ওজু ছাড়া পীর নাম নিলে
গুনাহ হয়ে মরবে।
পায়ের তিলে যাবে বিদেশ
নক কাটতে নেই রাতে,
ভাঙা প্লেটে খানা খেলে
আল্লাহ মারবে ভাতে।
তারাতাড়ি শিখবে সাঁতার
খেলে খাবার পোড়া,
জোড় সন্তান যে হবে তোমার
খেলে কলা জোড়া।
খেতে বসলে করোনা দান
দিওনা কেউ সালাম,
কারো সনে দেখা হলে
আগে হবে কালাম।
মাজারে যাও বাচ্চা পাবে
পেঁচায় মৃত্যু আনে,
হোঁচট খেয়ে ঘর পেরুলে
ফিরবেনা আর প্রাণে।