বাচঁতে হলে হাসতে হবে
দুঃখ তোমার আড়াল করে,
কেউ যেনো আজ না বুঝে যায়
জ্বলছে আগুন মনের ঘরে।
হাসি দিয়ে দাও উড়িয়ে
দুঃখ আছে জমা যত,
নাহলে সেই দুঃখ গুলো
ভিতর তোমার করবে ক্ষত।
মিথ্যে হাসি দেখবে সবাই
দেখবে হাসিমাখা মুখটা,
ঘটা করে বলবেনা কেউ
"ভিতরে আছে কি সুখটা"?
তাই তো বলি হাসো সদা
তোমার সুখ-দুঃখ সব ক্ষণে,
হাসির ভিতর আড়াল করো
দুঃখ থাকুক মনে মনে।