সাধু ভাইয়ের ভালো দেখে
আদু ভাইয়ের জ্বলছে,
আমি ভালো তুমি কালো
সবাই দেখি বলছে।

আলু পেয়ে চালু করে
পুরান থলে গুছায়,
সুযোগ নাই রে কালু মিয়ার
লালুর পিছে খোঁচায়।

চেয়ার নিয়ে টানাটানি
দিচ্ছে হাজার দাবি,
ইলিশ গেলো দাদার দেশে
বাঙালি কী খাবি?

স্বাধীনতার ঢেকুর তুলে
ছেঙরা দেখায় গরম,
বাঘকে শিয়াল শপথ করায়
বলতে লাগে শরম।

যার যা ইচ্ছে করে নিচ্ছে
সুযোগ স্বাধীনতার,
চুলকানি আজ বেড়ে গেছে
দাম নাই সত্য কথার।