হারু মিয়ার ঝাড়ুর কপাল
জীবনটাই তার কষ্ট,
তিনশো টাকা করলে রুজি
দুইশো হয় তার নষ্ট।
চাল আনলে সে ডাল আনেনা
বধু দেয় তাই ঝাড়ি,
কী করবে আর হারু মিয়া?
দাম গেছে সব বাড়ি।
মাছ-মাংস তো দূরের কথা
ডাল ভাত কি তার জুটে?
থলে ভর্তি হয়না সদাই
পাঁচশো টাকার নোটে।
নতুন পোশাক কিনবে হারুর
ছোট্ট মেয়ে বলে,
অচিকিৎসায় ছেলে গেছে
ওপাড়াতে চলে।
ছেলে-মেয়ে অশিক্ষিত
কেমন করে পড়বে?
লেখাপড়ার খরছ দিলে
না খেয়ে সে মরবে।