দেশটা আমার বাপের কেনা
তোরা থাকিস ভাড়া,
ন্যায়ের পক্ষে বললে কথা
খাবি তখন তাড়া।
রক্ত গঙ্গায় ভেসে যাবি
দেশটা খাবো লুটেে,
ওরে গাধা! ভোট কি দিবি?
ভোট কিনেছি নোটে।
তোদের আবার কী অধিকার?
ডাকবি আমায় প্রভূ!
আয়নাঘরে রাখবো ধরে
সত্য বললে কভু।
আইন প্রণেতা আমি হবো
কীসের বিচারপতি?
চাঁদাবাজি করবে নগেন
শাস্তি পাবে মতি।
তোরা খাবি পান্তা মরিচ
আমি খাবো বোয়াল,
কর না দিলে মারবো পাছায়
তোদের কাঁধে জোয়াল।
আমার স্বজন চাকরি পাবে
কীসের মেধার গুনে?
মেধাবীরা সব রাজাকার
রাখ রে তোরা শুনে।
চুপটি করে দেখে যা রে
মুখ খুলিসনা ভুলে!
সবকিছুতে নাক গলাসনা
ঝুলবি না হয় শুলে।