আমরা চার বন্ধু সদা
থাকছি মিলেমিশে,
মনের মিলন থাকলে মোদের
বিচ্ছেদ করবে কীসে?
কলেজের ঐ প্রথম বেঞ্চটায়
আছে হাজার স্মৃতি,
রাগ অভিমান যতই করি
হয়না মোদের ইতি।
ভুল-ভ্রান্তি থাকুক তা যতই
করি মোরা ক্ষমা,
সবার জন্য ভালোবাসা
অগণিত জমা।
সবার দুখে দুঃখী মোরা
সবার সুখে হাসি,
দূঃখ-কষ্ট পেলে আগে
তাদের কাছে আসি।
সৌরভ সেরা রসিকতায়
আমি ক্ষুদ্র কবি,
বুদ্ধির রাজ কাওছার আর, কামরুল
সরলতার ছবি।
চলছি মোরা একই পথে
চারটি বছর ধরি,
সারাজীবন থাকবো মিশে
এই কামনা করি।