আল্লাহ আমার প্রিয় বন্ধু আর তো কেহ নয়,
তাঁরে পেয়ে যাবো আমি পেলে পরিচয়।
ভালোবেসে তিনি মোরে করলেন ঈমান দান,
জীবের সেরা করে মোরে দিলেন তিনি প্রাণ।
আলো দিলেন বাতাস দিলেন নেন না কভু কর
স্বার্থ নেই তাঁর ভালোবাসায়, আমিই স্বার্থপর।
এতো ভালোবাসেন মোরে করি যতই পাপ,
সব ভ্রান্তি করে দেন ক্ষমা করলে অনুতাপ।
এই যে আমি থাকছি ভবে খাচ্ছি তাঁহার নুন,
বিনিময়ে কন না কভু গাইতে তাঁহার গুণ।
অথচ মোর ভুলে ভরা বড়ই হারামখোর,
রাগ করিয়া কভু তিনি বলেননি ধুর ধুর!