মন যেতে চায় ফিরে আবার
ছোট্টবেলার দিনে,
পাড়ার সকল বন্ধুর সাথে
খেলবো বাজি হীনে।
গ্রীষ্মের রোদ্র দুপুর বেলা
গাঙে সাঁতার কাটবো,
বৃষ্টির দিনে ছাতা হীনে
নাচবো, গাইবো, হাটবো।
বাবার সাথে ধরে হাতে
দেখতে যাবো মেলা,
মাটির হাঁড়ি-পাতিল কিনব
দেখবো ষাঁড়ের খেলা।
স্কুল শেষে বাড়ি ফিরে
উড়াবো সব ঘুড়ি,
মার্বেল দিয়ে খেলবো সন্ধ্যায়
খুঁজবো পাথর নুড়ি।
টুপাটুপি খাবো সবাই
খেলনা দোকান দেবো,
খেলনা কিনলে দাম হিসেবে
কাঁঠাল পাতা নেবো।