তুমি চাইলেই আমাকে ভুলে থাকতে পারবে না,
সৃতির পাতায় বেঁচে থাকার মত মানুষকে কেউ ভুলতে পারে না।
তুমি ভুলে থাকতে পারবে না
যেদিন আমার প্রথম হাত ধরেছিলে রাস্তা পারাপারের জন্য,
তুমি ভুলে থাকতে পারবে না
আমাকে বিস্বাস করে বলা
তোমার সুখ দূখের কথা।
তুমি ভুলে থাকতে পারবে না
প্রথম রিক্সা করে ঘুরে বেরানোর কথা,
সেদিন বসুন্ধরায় রাতের রাস্তায় জোছনার আলো নেমে এসেছিলো।
তুমি ভুলে যেতে পারবে না
ভাঙ্গা রাস্তায় রিকশায় বসে
কিভাবে আমার হাত আকরে ধরে ছিলে।
তুমি ভুলে যেতে পারবে না
কিভাবে রেস্টুরেন্টে বসে
তোমার অর্ধেক খাবার আমার প্লেটে তুলে দিয়েছিলে।
তুমি ভুলে যেতে পারবে না
তোমার শুভ্র চুল থেকে
কিভাবে টিসু পেপার দিয়ে
পরে যাওয়া খাবার মুছে দিয়েছিলাম।
তুমি ভুলে যেতে পারবে না
পুরান ঢাকায়,টি এস সি সহ নুরজাহান মার্কেটে আমরা
কিভাবে ঘুরে বেরিয়েছিলাম।
তুমি ভুলে যেতে পারবে না
তোমার ছোট্ট ছোট্ট কথায়
আমার কতটা মোন খারাপ হয়।
তুমি ভুলে যেতে পারবে না
লাইভ প্রগ্রামের ক্যামেরায়
শুধু তোমার দিকে কিভাবে তাকিয়ে ছিলাম।
তুমি ভুলে যেতে পারবে না
আমার সব কাজ ফেলে
কিভাবে তোমার গানের চর্চায় গিটার হাতে নিয়েছিলাম।
তুমি ভুলে যেতে পারবে না
পাঁচদিন দেখা হবে না বলে
কিভাবে তোমাকে ছোট্ট সময়ের বিদায় জানিয়েছিলাম।
তুমি ভুলে যেতে পারবে না
যখন জেনেছ তুমিই প্রথম নারী যে আমার জন্মদিনে
শুভ্র লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছিলে।
তুমি ভুলে যেতে পারবে না
হাজার দর্শকের মাঝে গান করা মানুষটি
কিভাবে তোমার সামনে গান না করার আকুতি করেছিলাম।
তুমি ভুলে যেতে পারবে না
রিকশায় বসে তোমার কোমল মাথাটা আমার কাধে রেখেছিলে,
আর আমি ভাবতাম তোমার কোমল মাথাটার ভার সইবার মতো করে সৃষ্টিকর্তা আমাকে
তৈরি করেছেন কি না।
তুমি ভুলে যেতে পারবে না
প্রায় প্রতিটা রাতেই আমাদের
রুপকথার গল্পগুলোর কথা,
আরো অনেকটা পথচলা বাকি
আরো নতুন কিছু
ভুলতে না পারার রুপকথা
কবিতায় সংযুক্ত হবে।
থাক না সবকিছু!
আমার না থাকা জুরে রুপকথা হয়ে!!