কিছু বৃষ্টির শব্দ হয় না,
নিঃশব্দে ঝরে পড়ে।
মাঝে মাঝে মুখয়বে..
শিলা বৃষ্টির শব্দ,
আবার..
বাতাস নামক অক্সিজেনের শব্দও পাওয়া যায়!
তখন মলিন গাল বেয়ে
আরও অঝোরে ঝরে পড়ে
সেই শব্দহীন বৃষ্টি!
সে বৃস্টির জলে লেখা থাকে,,
শিশুকাল থেকে বর্তমান পর্যন্ত,
লেখা থাকে বেড়ে ওঠার
কতো গল্প,কতো কান্না,কতো হাসি হৈ-হুল্লোড় আার
বাস্তবতার সাথে স্বপ্নের গরমিল!!!