শুরু করছি তার নামে,যিনি করুণাময়
অতি দয়ালু মহান আল্লাহ।
যতো আছে গুনগান সব আল্লাহর তরে
মানুষ,জ্বীন আর যা আছে,সেই সৃষ্টি করে।
সর্বোচ্চ করুণাময় ও দয়ালু তিনি
তিনিই বিচার দিনের স্বামী,মালিক,রহিম, রহমান৷
হে আল্লাহ! আমাদের প্রার্থনা শুধু তোমার দ্বারে
শুধু তোমারই সাহায্য যেন চাই বারে বারে।
ও হে দয়াময় দেখাও মোদের সোজা সরল পথ
মোদের কখনো করো না পথহারা অনভিশপ্ত৷
(বিঃদ্রঃ এই লেখাটি পুরোপুরিভাবে সুরা ফাতিহা'র অনুবাদ নয়। মূলভাব'কে কাব্যে প্রকাশমাত্র।)