মানবিক মূল্যবোধ যত গুণগানে
অভাবে হতাশাগ্রস্ত নিত্য অধিকার,
সত্য সৌন্দর্য দুর্লভ মানব মননে
সততা আদর্শ গড়ে শ্রেষ্ঠ কর্মকার।
সত্যহীন হৃদ মানে বিধাতা বিহীন
মানুষ মানুষে শুধু মঙ্গল কল্যাণে,
সত্যের বদলে হয় পাপের বিলীন
ত্যাগের মহিমা ভবে স্বার্থ বিসর্জনে।
সত্যকে খুঁজতে হয় হৃদয়ের মাঝে
জ্ঞান মেধা অভিজ্ঞতা জীবনের সূত্রে,
প্রখর স্মৃতিশক্তির সাধনার ভাঁজে
কথা কর্ম ব্যবহারে স্বভাব চরিত্রে।
সত্যতা প্রকাশ পায় মানুষের কাজে
বুঝিয়াছে কেবা,সূক্ষ্ম জ্ঞানের বিচারে?
আমার এই সনেটটি প্রিয় আলমগীর কবির ভাইকে উৎসর্গ করলা।
আমার লেখা সনেট গুলো আমি সনেট দাবী করতে সাহস পাই না। কারণ, আমি জানি, সনেট হল কবিতা জগতের সবচেয়ে কঠিন ফরমেট। এর কিছু নিয়ম কানুন ও আলাদা বৈশিষ্ট্য আছে। আমার কবিতা গুলো কতটা সনেট বৈশিষ্ট্য হয়েছে তাও বিচার করার অভিজ্ঞতা আমার নেই। লিখতে মন চায়,তাই লিখি। তবে যাই হোক,সনেট লিখতে চেষ্টা করেছি এবং চতুর্দশপদী লিখেছি। সেই দিক থেকে সনেট। তাই সনেট বলছি।