চৈত্রমাসে খরা রোদে
আবাদের পানি নাই
বর্ষা কালত দাদা হামাক
বানের জলত ডুবায়।
ঘর দুয়ার গেলো ভাসিয়া
মাথার উপর নাই টিন
চারদিকে অথৈই পানি
শুকনাতে যাই মরি৷
কেমন তুমরা বন্ধু বাহে
কেমন তুমার হিয়া
প্রতিবছর মারেন হামাক
বন্যার পানি দিয়া!
📒 কবিতাটি রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে।