হে প্রিয়তমা প্রেয়সী
মিথ্যে নয়,সত্যি বলছি
শতরুপে শতবার তোমায় ভালোবেসেছি।
তোমার সরলতার চাহনি,তোমার হাসি,
ভালোবাসি,অনেক ভালোবাসি।
বুকের গভীরে মিশে আছো প্রেমের অদৃশ্য টানে,
কি করে বলবো আমি তোমার কাছে এসে!
তোমার কাছে এলে আমি যাই সাগরে ভেসে।
দূরে যেতে দেব নাকো শত অভিমানে,
তোমাকে কত ভালোবাসি এ মন তা জানে।
তোমার শয্যাতে নয়,শরীরে নয়,
তোমার উন্মুক্ত বক্ষে নয়,
তোমার বক্ষের গভীরে আছে যে হৃদয়
আমি তাতেই নিব চির আশ্রয়।