বিধাতার অপূর্ব সৃষ্টি "নারী "
সে নারী আমার মা জননী
সে নারী আমার বোন ভগিনী ৷
নারী তুমি
আমার হৃদপিন্ডের একটি মহাখন্ড
তুমিহীনা এই জীবন যেন মহাপ্রলয়ের লন্ড-ভন্ড
তুমি লজ্জাবতীর লাজ, ফুলশয্যার সাজ, তুমি ধ্রুবতারার আলো
কোটি নক্ষত্রের মাঝে তুমিই শুধু আমার হৃদয়ে সুখের প্রদীপ জ্বালো।
নারী তুমি
কাংক্ষিত হৃদয়ের খোরাক,ব্যর্থ হৃদয়ের সফলতা
স্বপ্ন ভিবোর দিশাহারা জীবনে আনো হর্ষময় প্রফুল্লতা
ভীতু মনে সাহস যোগাও, দুর্বল মনে বল
তোমার অনুপ্রেরনায় বলীয়ান হচ্ছে সর্ব নরদল।
নারী তুমিহীনা,
জগৎ সংসারে নর যে বড় অসহায়
জন্মের লগ্নে থেকে বেঁচে আছি তোমারী করূনায়
জননী হইয়া গড়েছো জীবন, রমনী হইয়া সাঁজাও
সহ্য করেছ জনম ভর,পেয়েছো কী তাতে আর?
তুমি নারী বলেই এতো সহ্যক্ষমতা তোমার!