আজ হঠাৎ করে মনে পরছে তোমায় মা
পুকুর পাড়ে সাঁঝের বেলায়
মেতে আমি থাকতাম খেলায়
পাগলের মত আমায় তুমি খুঁজতে,
অস্থিরচিত্ত মায়ের মন তখনও পারিনি বুঝতে
কখনো বা খুঁজে না পেয়ে
ভাবতে তুমি খোকা বুঝি গেল হারিয়ে
তারপর যখন যেতাম তোমার কাছে
দেখতে পেতে সারা শরীরে কাদা লেগে আছে
কখনো কিছু না বলে-
অতি আদরে বুকে টেনে গোসল করাতে।
সন্ধ্যার আকাশ ঘোলা হওয়ার আগে
ডাকতে তুমি আমায়...
আসে না কেনো ছেলেটি
বেলা যে ডুবে যায়।
সকালবেলা তোমার মিষ্টি ডাক
ঐ ওঠরে..বেলা যে বেড়ে যায়
খেয়ে-দেয়ে যা- সময় হয়েছে স্কুলের।
আজ শুধুই স্মৃতি সেগুলো
তাড়না দেয় এখন আমায়।
এসব কেন স্মৃতি হলো মাগো-
কেন আজ আমি তোমায় ছেড়ে দূরে ?
মানুষ হতে হবে বলে রেখেছো আমায় তোমার হতে দূরে,
আজ তোমায় খুঁজে বেড়ায় অচিত্ত মনে।
মাগো তুমি কেন এত মায়াবী,দেখতে চাই তোমার মুখ।
ঐ মুখেতে আছে যেন বেহেশতের সুখ,
কতদিন হয় তোমার মুখ খানি,দেখি না গো মা জননী।
মনটা আমার হয়েছে ব্যাকূল মাগো তোমায় দেখার লাগি।
আজ বড়ো অসহায় আমি
বসে কাঁদি এ বেদনায়।
অনেকটা সময় কাছে থেকেও যেকথা হয়নি বলা মাগো-
অনেক বেশী ভালোবাসি মা।