হাজার বছর ধরে পথ হেঁটে গেছি
তবুও নিতে পারিনি বুকভরা শ্বাস,
আজ যেনো হলাহল তিমিরে নেমেছি
অট্টালিকা সুবৃহৎ নাই মুক্ত বাস।
আজিকের বসবাস রিক্ত বক্ষ সনে
প্রাণবায়ু অবরোহে শ্বাস নাহি হায়!
অবারিত বৃক্ষরাজি কোতল নিধনে
পোড়া ঝাড়ে পরিণত পরিবেশ কায়।
আজ নাহি বনবীথি ঘন তপোবন
নীলাকাশে প্রসারিত চিলেতে অন্তর,
চাই না তো ইঁটে গড়া শহর মনন
ফিরে পেতে চাই আজি শ্যামলপ্রান্তর।
সবুজেতে মনোহরা বাংলার জীবন
এই কামনায় শুধু পেতে চাই বর।
💠💠 আমার লেখা "কামনা" কবিতাটি প্রথম চতুষ্পদী সনেট কবিতা। কবিতাটি ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি শ্রী সঞ্জয় কর্মকার-কে উৎসর্গ করলাম। তিনিই আমাকে প্রথম সনেট লিখতে অনুপ্রাণিত করেছেন।