প্রভু আমি হাজির আজি তোমার গৃহ কাবা ঘরে
পিছে ফেলে সংসারের পাপ পংকিলতা
সহস্র জনের সাথে আরাফাত ময়দানে
যার প্রতিটি বালুকণায় মোর নবীর মহত্ব গাঁথা।
উম্মতের তরে যিনি ফেলে সর্ব সুখ
নির্ঘুম রাতে কেঁদে ভাসাইতেন বুক।
সেই নবী শুয়ে সেথা,সেকি শুধু ঘুম?
সেখানে দিবো তব ভক্তির চুম
ছোট-বড় জীবনে আছে যতো আছে পাপ
নিশ্চয়ই আল্লাহতালা সব করিবেন মাফ।
লাব্বাইক লাব্বাইক তোমায় ডাকছি বারবার
প্রভু তুমি দাও গো সাড়া কবুল করো হজ্ব আমার ৷
💠💠 "হজ্ব" কবিতাটি আমার শ্রদ্ধেয় মামা মোঃ একরামুল হক ও মামি বেগম রেজিনা পারভীন"কে উৎসর্গ করে লেখা। মামা-মামি এবার অর্থাৎ ২০১৯ সালের হজ্ব পালন করতে গিয়েছেন৷ আপনারা সকলে তাদের জন্যে দোয়া করবেন৷