হবে না কেন হারিকেন আয়লা
ভাটায় পোড়াও কাঠ!
গাছ লাগিয়েছ কয়টি তুমি?
কাটছো শত গাছ!
মানুষ আজ সভ্য হয়েছে
পেয়েছে উঁচুতে স্থান,
বনভূমি ধ্বংস করে
শহর করছে দান।
আজ বনভূমি নেই বলে
প্রতিকূল জলবায়ু,
এইভাবেই মানুষ নিজের
কমিয়েছে আয়ু।
গাছ হলো পরম বন্ধু
পরিবেশ বান্ধব!
ইচ্ছে মত গাছ কাটিলে
বাঁচা কি সম্ভব!
বিষ বাতাসে যাচ্ছে ভরে
বুকের গোপন গলি,
গাছ লাগিয়ে দেশটা বাঁচাও
এসো আওয়াজ তুলি৷