আসছে ফণী
লাগছে শঙ্কা
না জানি কি হয়!
সকলে তোরা ঘরেই থাকিস
বাইরেতে বিপর্যয়।

ফণী আসছে ফণা তুলে
নামিস নে আজ সাগর জলে
প্রকৃতির এই রুদ্র খেলায়
নিরাপদে আয় রে সবাই।

(প্রাকৃতিক ঝড় "ফণী"র আঘাতে যাতে কোন প্রাণহানি না হয়,সেদিকে সকল ভাই-বোনকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি)