ঠকবার পরে ঠকাবার কথা
মনে মনে ভাবি,
কেমন করে ঠাকাবো তারে
এসব হাবি জাবি৷

অস্তমিত সূর্য তুমি
মীরজাফরের বেশে
নব ইংরেজের সূচনা তুমি
জন্মাও প্রতিক্ষণে৷

এমন করে ঠকালে আমায়
বন্ধুত্বের কোটায় শূন্য,
শিরায় শিরায় বিশ্বাস ঘাতকতা
কতোটা করলে পূন্য!

প্রতিশোধ শুধু কষ্ট বাড়ায়
মানুষ বানায় না,
প্রতিশোধ বড়ো শিশুতোষ খেলা
আমাকে মানায় না৷

📸 জীবনের পথচলায় মাঝেমাঝে বিশ্বাসঘাটক মীরজাফররা দেখা দেয় ক্ষণে ক্ষণে। এক মীরজাফর মরলেও ইতিহাসে মীরজাফর জন্ম প্রতিক্ষণে৷ কবিতাটি তাদের জন্যে৷