সকাল বিকাল দু'বার করে
মাছ বাজারে যাচ্ছি,
বাজার দরের অবস্থা দেখে
নুন মেখে ভাত খাচ্ছি।
বাজার দর বাজার দর
নেই সীমানা কিছু কেনার,
পেঁয়াজ ঝাঁজে চোখের জল
আসল নকল ভুল চেনার।
পঞ্চাশ টাকা চালের দাম
কিনেছি তাও মোটা,
বিশ টাকায় শাক না পেয়ে
কিনছি শাকের বোটা।
তেলের দাম শুনে আমার
ঘুম আসলো না রাতে
বাজার থেকে ফেরৎ আসলাম
খালি ব্যাগ নিয়ে হাতে৷
কষ্ট ছাড়া ব্যবসা যাদের
দুরে থেকে কাঠি নাড়ে
তেল শেষ হলে ভাই
কোন পন্য দামে বাড়ে?