স্বপ্নের রং লাল
ইমন হাওলাদার
------------
বেলা শেষে আবার দেখা হবে
দেখা হবে পথে প্রান্তরে
আমরা আবার ফুটব শাখে শাখে
কৃষ্ণচূড়া হয়ে।
যেমনটা ফুটেছিল ৫২ তে
ছেলে হারা মায়ের আর্তনাদ কে শুনে।
ওদের পাশান হৃদয় গলবে কিভাবে
ওরা হেলমেট পরে আসে।
ওদের হাতে অস্ত্র,বারুদ,বোমা
আমাদের হাতে লাল সবুজের পতাকা।
ওদের অস্ত্র জব্দ হবে,
মোদের মনোবলে।
মোরা সহস্র,লক্ষ,কোটি।
মোরা বার বার ভিরে আসি।
কয় জনকে চুপ করাবে,
দিবে তুমি ফাঁশি।
মোরা নবজাতক হয়ে বাংলার মাটিতে
সহস্র বার ফিরে আসি।
মুগ্ধ,সাইদ নামের কত শত গেল প্রান
তবুও কী আজ রক্তের
সাধ মেটেনি নরপিশাচের।
ওরা রক্ত চোষা
মাংস খেকো নর দানবের দল।
ওরা কথায় কথায় গুলি ছুরে
হয়ে শাসকের বলি।
স্বার্থের কাছে অন্ধ মানুষ
স্বার্থ চলে আগে ভাই গেলে ভাই পাব
টাকা ধরি আগে।
ন্যায়ের পথে নাইরে মানুষ
ক্ষমতাশালী তবে লুটাবে ধুলায়
সম্পদ যাবে চলে।
তুমি মরবে আমি মরবে
মরবে সাধারণ।
ক্ষমতাশালী পালিয়ে যাবে
দেশ ছাড়বে তখন।
হায়রে অবুঝ জাতি
কার জন্য নিচ্ছ প্রান
দিচ্ছ গালাগালি।
স্বার্থের কাছে জব্দ সবাই
কোঠায় গড়া জাতি।