তার সৌন্দর্য
ইমন হাওলাদার
----------------------
হাজারো পুষ্প কমল ফুটুক_
আপনার নীড়ে।
বাসন্তী লতা গুলো দোল খাক_
সুদর্শন কানের দুলে।
মরীচিকা গুলো দূর হোক_
সুন্দর হাতের ছোঁয়া পেয়ে।
তুমি রাগিনী নও!
তুমি কোমল ভাষিনী!
তুমি আগামীর জয়জয়কার।
তুমি ঝাড়বাতির ওই শেখরে
তুমি বিজয় উল্লাস।।
তুমি আলোর ছটা,
তুমি রবির কিরণ।
তুমি করেছ বারন
তাই মেঘে ঢাকেনি তাঁরা!
আমি আলোতে দিশেহারা
তুমি প্রভাতে'র আলো
তোমাকে যত দেখি_
আমার হৃদয় গহীনে
লাগে ভালো।
তোমার ওই কানের দুল
আমি তোমার রুপে মসগুল।
তোমার কপালের টিপ
দেখলে হয়ে যাই আমি
দিগ্বিদিক।
তুমি সুন্দর
তুমি ছায়ানট।
তুমি শরতের কাশফুল
তুমি আমার মন করেছ আকুল।