. তারুণ্য
ইমন হাওলাদার
---------------------
তারুণ্য আসুক
সকাল-বিকাল,
রৌদ্রু করোটিতে।
তারুণ্য আসুক
ভোরের সুরুজ ভেদ করে;
সকাল-বিকাল সাজে।
আমি তারুণ্যের সাথে_
বাঁচতে চাই।
চাই পথ চলতে।
তারুণ্য দিয়েছে
সফলতার চরম শেখরের_
দাড় উন্মোচন করে।
তারুণ্য আসুক বসন্তে,
তারুণ্য আসুক হেমন্তে।
তারুণ্য আসুক শিশির ভেজা
কুয়াশার চাদর ঘেঁষে।
প্রতিটি শিশু বেড়ে উঠুক
তারুণ্যের মাঝে।
তারুণ্যের আলো ছড়িয়ে পড়ুক
দেশ গড়ার কাজে।
তারুণ্য অবিচল!
ছুটে চলে বেঁধে দল,
একে অপরের কাঁধে রেখে কাঁধ।
সাহায্যের হাত বাড়িয়ে ঠাঁই থাকে দাঁড়িয়ে।।