. স্বপ্ন বহুদূর দৃষ্টি যতদূর
ইমন হাওলাদার
💜💔❤️🧡💚🖤💛💛💘💖
আমি হতে চেয়েছিলেন,
কিন্তু পারিনি।
আমি ভেবেছিলাম,
কিন্তু চেষ্টা করিনি।
আমি কেঁদেছিলাম,
কিন্তু কাঁদার মজা অনুভব
করতে পারিনি।
যে পারেনা চিৎকার করে কাঁদতে,
সে বুঝে কাঁদতে_
না পারার কষ্ট।
আমি হেসেছিলেন,
কিন্তু হাসার মজা
অনুভব করতে পারিনি।
যে পারেনা_
বুক উজার করে হাসতে,
সে বুঝে হাসতে না পারার কষ্ট।
সে বুঝেনা সঠিক পথ চলার মজা।
যে কখনো ভুল পথ ধরে হাটেনি।
সে বুঝেছে সঠিক পথ চলার মজা,
যে ভুল পথে হেঁটে হোঁচট খেয়েছে।
যে কখনো কাজে ভুল করেনি।
সে বুঝেনা সঠিক কাজ করার মজা।
যে কাজে করে ভুল;দিয়েছে তার মাসুল,
সে বুঝে সঠিক কাজ করার মজা।
যে কখনো কষ্ট করেনি,
সে বুঝেনা আনন্দে থাকার কি মজা।
মানুষ হিসেবে সবাই একা।
কেউবা বুঝে কেউবা বুঝেনা।
যারা বুঝে,তারা স্বার্থ করিয়া ত্যাগ,
চলে সত্যের সন্ধানে।
আর যারা বুঝেনা।
তারা অর্থলিপ্সায় মেতে,
উঠে বসে থাকে ঘরের এক কোণে।