শখের হাঁড়ি
ইমন হাওলাদার
----------------------
ষোল আনা পূর্ণ হয়েছে!
পূর্ণ হয়েছে তোমার ফেলে যাওয়া কাব্য।
কলমের কালিতে পূর্ণ হয়েছে
হাজারো উপন্যাসের হারিয়ে যাওয়া শব্দ।
সব কিছুর পূর্ণতার বলি হলাম আমি!
তোমার স্বপ্নের পূর্ণতায় স্থান আমার হয়নি।
আমি নগন্য, অভিশপ্ত, শুকিয়ে যাওয়া ফুল।
সহস্র বার তোমায় ভেবেছি,
দিয়েছে কত না গড়াগড়ি।
তবু গলাতে পাড়িনি,
তোমার ইট,পাথর আর কংক্রিটের হৃদয় টি।
তুমি চেনা সুরকে করেছ অচেনা।
যা দূর হতে শুনে মনে জাগে তৃষ্ণা।
যে শব্দ চার দেয়ালের মাঝে_
আমার হবার কথা ছিল।
তা আজ শুনতে হয় দূর হতে বহুদূর।
নিজের বলে দাবি করার নেই অধিকার।
কেড়ে নিয়ে অধিকার, দিয়েছ এক বুক জ্বালা
আর বিতৃষ্ণার হাহাকার।
ভালো থেক প্রিয় মানুষ
নাইবা নিলে খোঁজ।
দূর হতে দেখে যাব
নেই কোনো আফসোস।।