রঙিন শহর
ইমন হাওলাদার
----------------------
পাল্টে গেছে গ্রাম,
পাল্টে গেছে সভ্যতা।
আজ মানুষ হারিয়েছে নিরবতা।
রঙিন সমাজ, রঙিন দেশ
শহুরে সোনার বাংলাদেশ।
ইট,পাথর আর কংক্রিটের দেশ
আছে সেথা সবাই বেশ।
খামখেয়ালী আর রঙিন সাজে
মানুষ ছুটে বেড়াচ্ছে বহির্বিশ্বে।
আলোর ছটা পড়ছে দেখ,
বৃষ্টি ফোঁটা কাঁপছে দেখ।
রঙিন সাজে, রঙিন বেসে
ফুল কলিরা উঠছে হেঁসে।
ধূলোবালির শহরে
ইট,পাথরের আড়ালে।
মানুষ হৃদয় গেছে দেখ
মরীচিকায় চাপা পড়ে।
আছে সেথা উচ্চবিত্ত,
মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ঢল।
কেউ কারো নয়,
সেথায় শুধু স্বার্থ হাসিলের কল।
শব্দ দূষণ,বায়ু দূষণ,বর্জ্য দূষণ,
মাটি দূষন ও পানি দূষণ সব
দূষণে ভরা।
করছে তারা একে অন্যকে
দোষারোপের পাইতারা।
কেউ হবেনা দূষণ কারি,
কেউ যাবেনা সমাজ ছাড়ি।
সবাই সাধু,দরবেশ ধারি।।
সবাই এবার জয় ধ্বনি দেয়
অন্যায় কে দিতে রুখে।
পোস্টার,ব্যানার আছে দেখ
হাজারো অন্যায়ের বিরুদ্ধে।।