প্রিয়তম
ইমন হাওলাদার
----------------------
ফাগুন যদিও সরে দাঁড়ায়
চৈত্রের আগমনে।
তুমি যেওনা ছেড়ে তেমনি হাত_
পূর্বের আভাস পেয়ে।
তুমি ঝড়া বকুল হলেও
হওয়ার চেষ্টা করনা গন্ধহীন ফুলে।
তুমি দক্ষিণা বাতাসে হাওয়াতে হাওয়াতে
গাং চিল বেশে উড়ে যেওনা ‌নিজ বাসা ছেড়ে।
তুমি ক্লান্ত দুপুরে দিওনা হাল ছেড়ে
একটু পরে বিকেল হলে গৃহে যেও ফিরে।
প্রভাত যদি ‌তোমায় দেখে মুচকি মুচকি হাসে_
তুমি অভিমান কর না।
শুধাও তা আমারে যা ভেবেছ মনে
রেখনা গোপনে।