চিরচেনা সে মুখ;
প্রিয়মুখ!
অচিরেই ভালো হয়ে যায়
দেখলে যে মুখ।
প্রিয়মুখ!
বড় আপন সে মুখ।
না দেখলে সে মুখ,
মনে আফসোস জাগে খুব।
দেখলে সে মুখ
এ হৃদয়ে লাগে বড় সুখ।
চির চেনা সে মুখ।
দেখলে সে মুখ
এ হৃদয় আঙ্গিনায় বসন্ত
আসে প্রতি ক্ষণে ক্ষণে।
তাই লাগে বড় সুখ
প্রিয়মুখ!
যে মুখ দেখলে দেখতে মন চায়
না প্রকৃতির চির সৌন্দর্য মাখা রূপ!
ভালো লাগে সে মুখ
যে মুখ গহীন থেকে
দেয় সুখ।
চিরচেনা সে মুখ।
আষাঢ়ে নিবৃতে তাকে
দেখে লাগে সুখ।
চিরচেনা সে মুখ।
ভালো লাগে প্রিয় মুখের হাসি,
ভালো লাগে বসন্ত কালে রাখালের বাঁশি।
ভালো লাগে সাগরের প্রবল ঢেউ,
ভালো লাগে প্রিয় মুখের বুলি।
ভালো লাগে প্রিয় হাতের তুলি
ভালো লাগে শ্রাবণের ফুল
আমি তার সুরে আকুল।
হে বসন্তের ফুল!