অভিমান
ইমন হাওলাদার
---------**----------
যে দোষ নিয়ে অভিমান করস
সে দোষ আসলেই কি_
করা যায় না আপোষ।
যা নিয়ে পড়ে আছিস
তাই নিয়ে কি ভালো থাকতে পারিস।
কেন দিস যন্ত্রনা নিজেকে।
পুরিয়ে মারিস আমি নামক সত্তাকে।
বেলা ফুরিয়ে যাবে সবাই ঘরে যাবে
রইবে না কারো কিছু কোনো কিছুর তরে।
শুধু মনটা থাকবে পরে তোর দরজার ওপাড়ে।
আসবে সেথা হতে গুনগুনিয়ে শব্দ,
হাওয়ারা তার কাছে হবে জব্দ।
সেদিন ভিজবে বালিশ করবে নালিশ_
আকাশের পানে তাকিয়ে।
হাওয়াই মিঠাই হাওয়াতে যাবে হারিয়ে।
সেদিন কাঁদবে রাত হাসিবে দিন।
কারো জীবন হবে রঙিন।
পেয়ে তোর ছোঁয়া।
অপরপাশে পাগল বেশে
কাটাবে দিন রাত্রি।
হয়ে পাবনার যাত্রি।
মুচকি হেসে বলবি শেষে ভালো আছি বেশ
কেটেছে ক্লেশ।
দূর আকাশে মেঘ ভাসে
বৃষ্টির আনাগোনা।
কাঁদার ইচ্ছে তাই
দেখাতে কাউকে না চাই।
মনের আবেগ মিশিয়ে
বলবে এবার কেঁদে কেঁদে
বৃষ্টি ফোঁটা হয়ে জড়ে যাই
ঠান্ডা বাতাসে হালকা আবেশে
শরীর উঠবে কেঁপে।
নোনা জল গুলো ফোঁটায় ফোঁটায়
হাজারো উপন্যাস যাবে ছেপে।