. অমর একুশে
ইমন হাওলাদার
. -0-0-0-0-0-0-0-
একুশ কি এসেছিল প্রভাতে!
একুশ কি এসেছিল ভোরের শুরুতে!
যারা ভাষার জন্য দিয়েগেছে প্রান,
তারা কি জানত ভাষার জন্য যাবে
তাদের প্রান?
এ বিশ্বে কোন জাতি দিয়েছে
ভাষার জন্য প্রান,
যা দিয়েছে মোদের সালাম, বরকত
শফিক নাম না জানা আরো
হিন্দু মুসলমান।
ভাষার জন্য আত্মত্যাগী কয়জন
আছে বলিয়ান।
যারা বুঝেছে মায়ের ভাষার মর্ম,
তারাইতো বুঝেছে মায়ের ভাষা রক্ষা করা জীবনের বড় কর্ম।
মাতৃভাষাকে দেখেছে তারা মায়ের সম্মান রূপে।
তাইতো তারা প্রান দিয়েছে
রাজপথের ওই ধুলিতে।
আজ 'ও' যেন সেই রক্তের দাগ লেগে আছে রাজপথের ওই ধুলিতে।
পুলিশের গুলিতে হয়নি তারা ভীরু, হয়েছে তারা ক্ষিপ্ত।
তাইতো তারা এগিয়ে গিয়েছে ভাষার
বুকে জ্বালাতে দীপ্ত।
যারা ভাষার জন্য দিয়েগেছে প্রান,
তারাতো প্রান নয় দিয়েগেছে মায়ের সম্মান।
যারা ভাষার জন্য দিয়েগেছে প্রান,
তারাতো প্রান নয় দিয়েগেছে হাজারো
যুবকে উজ্জীবিত হওয়ার প্রয়াস।
যারা ভাষার জন্য দিয়েগেছে প্রান,
তারাতো প্রান নয় দিয়েগেছে অধিকার আদায়ের শিক্ষা।
তাইতো আজ রাজপথে দেখা যায় বহু সালামকে।
হাজারো বরকত বুকপাতে ঘাতকের সম্মুখে।
তাইতো সেই বীরদের কথা দেশপ্রেমী
মানুষের মনে পরে ক্ষনে ক্ষনে।
তারা আছে মোদের হৃদয় জুরে
আত্মার সাথে মিশে।
প্রকৃতি তাই তাদের স্মৃতি জাগরনে
ফুল ফুটায় শাখে শাখে
অমর একুশে।।
(সমাপ্ত)